
#আহমেদাবাদ18TH JANUARY 2019 : লোকসভা ভোটের রং এবার বিয়ের কার্ডেও ৷ পোস্টার, ক্যাম্পেন ছেড়ে এবার বিয়ের কার্ডেই ভোট দেওয়ার অনুরোধ ! ভাবছেন এ আবার কেমন কাণ্ড ? না, কোনও গল্প কথা নয়, বরং বাস্তবেই ঘটল এই ঘটনা ৷ সুরাটের এক দম্পতি নিজেদের বিয়ের কার্ডে এমনই এক কাণ্ড ঘটালেন, বিয়ের কার্ডে নিমন্ত্রিতদের অনুরোধ করলেন, বিজেপিকে ভোট দেওয়ার ! আর ভোটকেই বিয়ের উপহার হিসেবে মেনে নিলেন এই নব দম্পতি !
তবে এখানেই শেষ নয় ৷ কেন বিজেপিকে ফের সরকারে আনতে হবে, তাও বিয়ের কার্ডে লিখলেন স্পষ্ট করে ৷ এমনকী, বিয়ের কার্ডে পাত্র-পাত্রী পরিচয়, সংস্কৃত মন্ত্রের মাঝে টুক করে লিখে দিলেন, রাফাল ইস্যু খুঁটিনাটি ! দুটি বিমানের ছবি সহযোগে, প্রায় ৯ টি পয়েন্টে ছাপার অক্ষর ফুটে উঠল রাফাল ইস্যু কী এবং কেন? এমনকী, বিয়ের কার্ড ফুটে উঠল, বিজেপি ভোট দেওয়ার লাভের অঙ্কও !
Follow : https://youthpoliticsandbussiness.blogspot.com
our fb: https://www.facebook.com/YouthPoliticsAndBussiness
ইতিমধ্যেই, এই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ৷ সুরাটের দম্পতির এই অভিনব চিন্তাভাবনাকে কেউ কেউ যেমন কুর্ণিশ জানাচ্ছেন, কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড়ছেন না ৷
PLEASE VISIT OUR BLOG - WWW.YOUTHPOLITICSANDBUSSINESS.BLOGSPOT.COM
No comments:
Post a Comment